মাত্র এক ঘন্টার বৃষ্টিতেই হাটুপানিতে নিমজ্জিত বন্দরনগরী চট্টগ্রাম
- আপডেট সময় : ০৬:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
ভোররাতে এক ঘন্টায় মাত্র সাড়ে ২৩ মিলিমিটার বৃষ্টিতেই হাটুপানিতে নিমজ্জিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। তবে বৃষ্টির সময় সাগরে ভাটা থাকায় এই জলজট খুব বেশী দীর্ঘস্থায়ী হয়নি।
মৌসুমী বায়ুর প্রভাবে মঙ্গলবার দুপুর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। বুধবার মধ্যরাত ধেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলেও বৃহস্পতিবার ভোরে ঘন্টাখানেক ধরে শুরু হয় মাঝারি বৃষ্টিপাত। এতেই নগরীর, মুরাদপুর, বহদ্দারহাট, চাক্তাই, খাতুনগঞ্জ, আগ্রাবাদ, বাকুলিয়া, ষোলশহর, হালিশহরসহ বিস্তৃর্ণ এলাকা হাটু পানিতে নিমজ্জিত হয়। বৃষ্টির সময় সাগরে ভাটা থাকায় জলজট খুববেশী দীর্ঘস্থায়ী না হলেও বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পরায় ভোগান্তীতে পরে সাধারণ মানুষ। চট্টগ্রামের এই জলাবদ্ধতা নিরসনে ১০ হাজার কোটি টাকার কাজ করছে সিডিএ ও পানি উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানদুটির দাবি ইতিমধ্যে প্রায় ৬০ শতাংশ কাজও শেষ করেছে তারা। কিন্তু নগরবাসী কোন সুফল পায়নি এখনো।



















