ঈদের ছুটিতে খাগড়াছড়িতে বেড়েছে পর্যটক সমাগম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটি কাটাতে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করেছে মানুষ। এরই মধ্যে অধিকাংশ হোটেল ও কটেজ বুকিং হয়ে গেছে। পর্যটক বাড়ায় করোনার ক্ষতি পুষিয়ে উঠছেন ব্যবসায়ীরা।
ঈদের ছুটিতে খাগড়াছড়িতে বেড়েছে পর্যটন সমাগম। আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রীজ,তারেং,রিছাং ঝরণা সবখানেই পর্যটকদের ভিড় বেড়েছে। ঈদের প্রথম দিনেই বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করেছে পর্যটকরা।
অতিথি পেয়ে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। ভ্রমণপিপাসুদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে হোটেল মোটেল ব্যবসায়ীরা। চাইছেন করোনার ক্ষতি পুষিয়ে উঠতে।
পর্যটন কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ। সার্বিক নিরাপত্তায় তৎপর তারা।
পর্যটকদের ভ্রমণে সব ধরনের সহযোগিতা করছে জেলা পুলিশ।
















