বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আঞ্চলিক শক্তি হিসেবে কাজ করবে বাংলাদেশ ও ভারত: পররাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আঞ্চলিক শক্তি হিসেবে কাজ করবে বাংলাদেশ ও ভারত। তিনি বলেন, এ বিষয়ে প্রথমে দ্বিপাক্ষিক আলোচনা এবং পরবর্তীতে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথেও আলোচনা করা হবে।
দুপুরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কাকে জরুরী ঔষধ উপহার হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্রীলঙ্কার চলমান সংকটে তাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে আরো সহায়তা দেয়া হবে। এর আগে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরাত্নের হাতে প্রায় ২০ কোটি টাকার ঔষধ সহায়তা তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী।