ঈদ শুভেচ্ছার মতো সামাজিক অনুষ্ঠানে কর্মীসমাবেশ করেছে চট্টগ্রামের বিএনপি নেতারা

- আপডেট সময় : ০২:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৭২৬ বার পড়া হয়েছে
ঈদ শুভেচ্ছার মতো সামাজিক অনুষ্ঠানে কর্মীসমাবেশ করেছে চট্টগ্রামের বিএনপি নেতারা। শুভেচ্ছা বিনিময়ের সময় বিরোধী মতের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন শীর্ষ নেতারা। আহ্বান জানান, সরকার পতনের একদফা আন্দোলনে প্রস্তুতি নিতে। তবে তৃণমুলের কর্মীরা বলছেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়ে মাঠ নামতে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসার চিত্র এটি। ঈদের পরদিন নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। তুলে ধরেন আগামী দিনের আন্দোলনের রূপরেখা।
একইদিন নগরীর কাজির দেউরি এলাকায় ঈদ শুভেচ্ছা জানাতে জড়ো হন নেতাকর্মীরা। সরকার পতনের একদফা আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান নগর বিএনপির আহবায়ক।
তবে তৃণমুলের কর্মীদের দাবি, মাঠের কর্মীরা সক্রিয় আর ঐক্যবদ্ধ থাকলেও নেতাদের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না তারা।
আনুষ্ঠানিক সভা সমাবেশে প্রশাসনের বাধার কারণে কর্মীদের সমাগম ঘটাতে পারেনি দলটি।