ক্ষমতায় যেতে হত্যার রাজনীতি যারা করে তাদের মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না: হানিফ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
২০০৪ সালের ২১ আগষ্টের গ্রেনেড হামলার মাধ্যমে বিরোধী দলীয় নেত্রীসহ অন্য নেতাদের হত্যা করে ক্ষমতা পাকপোক্ত করতে চেয়েছিল যারা, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসভবনে কুষ্টিয়া পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে বৈঠককালে হানিফ এ কথা বলেন। এসময় হানিফ আরো বলেন, বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক দন্ডিত হয়ে কারাগারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে তিনি এখন বাসায় সাজা খাটছেন। তিনি যদি বলেন, দেশের অর্থনীতির মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন হাস্যকর কিছু আর হতে পারে না।