রাজধানীবাসী কেনাকাটা সেরে এখন সাজগোজ নিয়ে ব্যস্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
রাজধানীবাসী কেনাকাটা সেরে এখন সাজগোজ নিয়ে ব্যস্ত। একারণে বিউটি পার্লার আর সেলুনে বেড়েছে সব বয়সী নারী-পুরুষের সমাগম। নারীরা করছে হেয়ার কাট, হেয়ার ওয়াস, পেডিকিউর, মেনিকিউর। আর পুরুষেরা চুল ছোট করার পাশাপাশি করাচ্ছে এরোমা থেরাপি, হট স্টন থেরাপিসহ বিভিন্ন ট্রিটমেন্ট।
আনন্দের ঈদ ঘিরে প্রয়োজনীয় কেনাকাটা শেষ নগরবাসীর। এখন চলছে ঈদের সাজ গোজে প্রস্তুতি।
করোনার ভয়ে গত দুই বছরেরও বেশি সময় বিউটি পার্লার ও সেলুন যতটা সম্ভব এড়িয়ে চলেছেন রূপচর্চা সচেতন মানুষ।
তবে সংক্রমণ কমায় এবার ঈদে ঘুরে দাঁড়িয়েছে সেলুন ও পার্লার কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য। ব্যবসায়ীরা বলছেন, গত দুই বছরের ক্ষতি অনেকটাই পুষিয়ে গেছে এবার। ঈদের আগের দিন হওয়ায় কাস্টমারের চাপ আরও বাড়বে বলে আশাবাদী তারা।
তক্বের সৌন্দর্য বৃদ্ধিতে পার্লার আর সেলুনের ভূমিকা ব্যাপক বলে জানান বিউটি এক্সপার্টরা।