র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্যর্থ হয়ে প্রতিবেশী দেশের কাছে ধর্না দিচ্ছে সরকার : ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বর্তমান সরকার জোর করে ক্ষমতা দখল করে সম্পূর্ণ বেআইনীভাবে ক্ষমতায় টিকে আছে।
তারা শ্রমিক শ্রেণিসহ সকল মানুষের অধিকারগুলো হরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান মে দিবস উপলক্ষে এ সমাবেশ ও শোভাযাত্রা আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিকদল। শুরুতে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা। বলেন, দেশে শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত হচ্ছে। মির্জা ফখরুল বলেন,সরকার শ্রমিকদেরকে ন্যায্যমূল্যে চাল-ডাল-তেল-লবন দিতে ব্যার্থ হয়েছে। র্যা বের উপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্যার্থ হয়ে সরকার এখন পাশের দেশ ভারতের কাছে ধর্ণা দিচ্ছেও বলে দাবি করেন বিএনপি মহাসচিব।