কিয়েভে আরেকটি গণকবরের সন্ধান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ইউক্রেনের কিয়েভ অঞ্চলে নতুন করে আরও একটি গণকবরের সন্ধান মিলেছে। সেখানে প্রায় ৯শ’ দেহাবশেষের অস্তিত্ব পেয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।
প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি জানান, শুক্রবার ওই গণকবরের অস্তিত্ব মেলে। তিনি দাবি করেন, এ ঘটনার মাধ্যমেই প্রমাণিত হয় অঞ্চলটিতে আগ্রাসন চালানোর পর সেখানে গণহত্যা চালিয়েছে রুশ বাহিনী। বিষয়টি তদন্তের জন্য আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বানও জানান তিনি। এর আগে বুশা শহরে গণকবরের সন্ধান মেলে। ওই ঘটনার পর রাশিয়ার বিরুদ্ধে তদন্তের তাগিদ দেন জাতিসংঘ মহাসচিব। এদিকে, খারকিভ এবং দোনবাস এলাকায় নতুন করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের দাবি, বিমান থেকে বোমা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে আবাসিক এলাকায়।