রাতেও ক্রেতা সমাগমে মুখর রাজধানীর বিপনি-বিতানগুলো
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
শেষ মূহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রাতেও ক্রেতা সমাগমে মুখর রাজধানীর বিপনি-বিতানগুলো। শপিংমল-ফুটপাত সবখানেই ক্রেতার ভিড়। করোনা সংক্রমণের দু’বছর পর স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পেরে খুশি সবাই।
নতুন পোশাক ঈদ আনন্দের অন্যতম প্রধান অনুসংগ । করোনার দুবছর পর এবার জমজমাট হয়ে ওঠে ঈদের বাজার। দিন শেষ হয়ে মার্কেটগুলোতে রাতভর চলে শেষমুহুর্তের কেনাকাটা।
বেচাবিক্রিও ভালো হচ্ছে হলে জানান বিক্রেতারা।
শপিংমলের পাশাপাশি ফুটপাতেও ছিল ক্রেতাদের ব্যাপক সমাগম। সাধ্যের মধ্যেই সবাই খুঁজে নেন পছন্দের পোশাক।
ফুটপাত থেকে বড় বিপনি বিতানের দোকান মালিকরা আশা প্রকাশ করেন করোনার দুই বছরে যে ক্ষতি হয়েছে, এবার ঈদে তা পুষিয়ে নিতে পারবেন তারা।










