চট্টগ্রাম রেলস্টেশনে ছিলো ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
সরকারী ছুটি শুরুর প্রথম দিনে চট্টগ্রাম রেলস্টেশনে ছিলো ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। টিকিট থেকে শুরু করে নির্ধারিত সিট পেতে নানান ভোগান্তীর পরও শেষ পর্যন্ত স্বজনদের সঙ্গে ঈদ করতে ট্রেনে উঠতে পেরে খুশি মানুষ।
দু’টি ঈদ স্পেশাল ট্রেনসহ সকাল থেকে দেশের বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর মধ্যে শুধু ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের সিডিউল বিপর্যয় ঘটে। বাকি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। স্টেশন কর্তৃপক্ষ বলছে, ঈদ উপলক্ষ্যে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করা হয়েছে। ঈদের সময় যত ঘনিয়ে আসছে রেলে চাপ ততই বাড়ছে। অনেকে টিকিট না পেয়ে স্টান্ডিং টিকিট কেটে দাঁড়িয়েও গন্তব্যে যেতে দেখা গেছে। ছাদে উঠে জীবনের ঝুঁকি নিয়ে রেল যাত্রায় নিরুৎসাহিত করতে নানান প্রচারণা চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। সিএমপি জানিয়েছে স্বজনদের সঙ্গে ঈদ করতে অন্তত ২৫ লাখ মানুষ শহর ছাড়বে।