সারাদেশে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস
- আপডেট সময় : ০৭:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
“বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা”এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশে পালিত হচ্ছে জাতীয় আইন সহায়তা দিবস।
সকালে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে, শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্যে দিয়ে জয়পুরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। বক্তব্য রাখেন, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও আইনজীবীসহ অনেকেই।
লালমনিরহাটেও শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে দিনটি। জেলা ও দায়রা জজ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিচারক, আইনজীবী ও প্রশাসনিক কর্মকর্তারা।
টাঙ্গাইলে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি রেলী বের হয়ে আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এসে শেষ হয়।
যশোরে লিগ্যাল এইড দিবস উপলক্ষেও শোভাযাত্রা ও আলোচনাসভা আয়োজন করা হয়।
ঝিনাইদহে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র মানুষের মামলা সংক্রান্ত যে কোন সমস্যায় তারা যদি লিগ্যাল এইড অফিস থেকে বিনামূল্যে সকল সহায়তা নিতে পারবে। এক্ষেত্রে তার হয়রানীর স্বীকার হবেনা। তাদের মামলার খরচ সরকারই বহন করবে।
সারাদেশের ন্যায় নাটোরেও জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। বের করা হয় শোভাযাত্রা। পরে আলোচনা সভা হয়।
সকালে শেরপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আদালত চত্বরে বেলুন উড়িয়ে কার্যক্রমের সূচনা করা হয়।
মৌলভীবাজারে জেলা ও দায়রা জজ আল মাহমুদুল ফয়জুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা বারের সভাপতি ও সাধারণ সম্পাদক, জিপি-পিপি, এজিপি-এপিপিগণ এবং জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত হন।
ভোলায় নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এছাড়া লালমনিরহাট, জয়পুরহাট, পিরোজপুর, মেহেরপুরসহ সারাদেশে আইন সহায়তা দিবস পালন করা হয়।










