দু’দিনের সফরে আজ ঢাকা আসছেন এস জয়শঙ্কর
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
দুদিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা আসছেন আজ। দুপুরে তার পৌঁছানোর কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাইতে দিল্লি সফরের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন তিনি।
বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন জয়শঙ্কর।বিকেল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। তার সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়েছে। জয়েন্ট কনসালটেটিভ কমিশন…জেসিসি’র পরবর্তী বৈঠকের তারিখ দুই পররাষ্ট্রমন্ত্রীর আজকের বৈঠকে চূড়ান্ত হবে। বৈঠকটি আগামী মাসে নয়াদিল্লিতে হওয়ার কথা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জয়শঙ্করের এ সফর দুই দেশের উচ্চপর্যায়ের সম্পর্ক এগিয়ে নেয়ার প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে।










