ঈদের আগে সর্বত্রই জমে উঠেছে শেষ মূহুর্তের কেনাকাটা
- আপডেট সময় : ০৯:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
আর মাত্র কয়েকদিন বাকি ঈদের। সর্বত্রই জমে উঠেছে শেষ মূহুর্তের কেনাকাটা। এবার ঈদে মেয়েদের কূর্তি, থ্রি-পিছ আর ছেলেদের পাঞ্জাবিতে লেগেছে নতুনত্বের ছোঁয়া। এবার সাশ্রয়ীমূল্যে পোশাক কিনতে পেরে খুশি ক্রেতা।
ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দের সবচেয়ে বড় অনুসংগ নতুন পোশাক। যা কিনতে ধুম পড়েছে রাজধানীর সব বিপনীবিতানে।
ঈদের বাকি মাত্র আর ৫ দিন। অসহনীয় গরম আর তীব্র যানজট উপেক্ষা করেই কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। এক দোকান থেকে আরেক দোকান ঘুরে সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে ভীড় করছেন ক্রেতারা।
এবারের ঈদ ফ্যাশনে গরমকে প্রাধান্য দিয়ে বেশির ভাগ পোশাকে আনা হয়েছে নতুনত্ব। দেশীয় শাড়ী, সুতি-লিলেনের থ্রি-পিছ তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে বলে জানালেন বিক্রেতারা।
এদিকে ঈদ পোশাকের পাশাপাশি বিভিন্ন শপিংমলে মেহেদি দেয়ার উৎসবও চলছে সমানতালে। করোনায় গত ২ বছরের ক্ষতি এবার ঈদে অনেকটা পুষিয়ে নেয়ার আশা ব্যবসায়ীদের।










