উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকুমারী
- আপডেট সময় : ০৭:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন।
সকালে সাড়ে ৯টায় উখিয়ার ৫ নম্বর ক্যাম্পে পৌঁছুলে তাকে স্বাগত জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ পদস্থ সরকারী কর্মকর্তারা। এ সময় ড্যানিশ রাজকুমারী রিফিউজি কাউন্সিলের উদ্যোগে ক্যাম্পের পাহাড় ভাঙন রোধ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন। রোপণ করেন গাছের চারা। পরে তিনি রাজাপালংয়ে স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করে সবার খোঁজখবর নেন।
কাল সুন্দরবন সফরে যাচ্ছেন তিনি। সকাল সাড়ে ৯টা নাগাদ হেলিকপ্টারে শ্যামনগরের টাইগার পয়েন্টে যাবেন। পরে শ্যামনগরের কুলতী গ্রামে জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাসরত এলাকা ঘুরে দেখবেন। তার নিরাপত্তার কথা মাথায় রেখে দু’দিনের জন্য সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ।










