বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।
ভোর থেকে মহাসড়ক জুড়ে এ চিত্র দেখা যায়। যানজট বেড়েছে মুলিবাড়ি, কড্ডা, নলকা, পাঁচলিয়া পয়েন্টে। বাসচালকরা অভিযোগ করেছেন, নতুন চালু হওয়া নলকা সেতুর এপ্রোচ সড়কে উঠতে বেগ পেতে হচ্ছে চালকদের। অতিরিক্ত ঢালু সড়কে ধীরগতিতে চালাতে হচ্ছে গাড়ি। রাতে পণ্যবাহী ট্রাক চলাচল বাড়ায় এই চাপ আরও বৃদ্ধি পেয়েছে। যার প্রভাবে সকাল অবধি মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে যান চলাচলে ধীরগতির সৃষ্টি হয়। লেন মেনে যানবাহন চলাচল নিশ্চিতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ।