বাংলাদেশের সাথে আগামীতে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে : ভারতীয় হাইকমিশনার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
বাংলাদেশের সাথে আগামীতে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
দুপরে ঢাকার আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে ‘ইন্ডিয়ান ইকোনোমিক জোন‘ গড়ে তুলতে মাহেন্দ্র ইঞ্জিনিয়ারিংয়ের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে গত ৫০ বছরে একটি সুন্দর বন্ধুত্বপূর্ন সম্পর্ক তৈরি হয়েছে। যা আগামী ৫০ বছরে আরও অনেকদূর এগিয়ে যাবে। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক, যোগাযোগসহ বেশকিছু বিষয়ে চমৎকার সম্পর্ক রয়েছে। বাংলাদেশে ইন্ডিয়ান ইকোনোমিক জোন গড়ে উঠলে দু’দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করেন ভারতীয় হাইকমিশনার।


















