রাজশাহী সিল্কের বাজারে লেগেছে ঈদের হাওয়া
- আপডেট সময় : ০২:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
রাজশাহী সিল্কের বাজারে লেগেছে ঈদের হাওয়া। এ অঞ্চলের মানুষের কাছে সিল্কের পোশাক আবেগ আর ঐতিহ্যের মেলবন্ধনে গাঁথা। এর আভিজাত্য এখনো পাল্লা দিচ্ছে হালের দেশি-বিদেশি ফ্যাশনকে। কেবল রাজশাহীই নয়, দেশের বিভিন্ন জেলা থেকেও অনেকেই ছুটে আসছেন সিল্কের ঈদ বাজারে।
আগের দিনের রাজাদের পরিবারগুলোতে সিল্কের পোশাকই ছিল আভিজাত্যের অন্যতম প্রতীক। সেই থেকে এখনো… সিল্কের কদর ফুরোয়নি উচ্চবিত্তের কাছে। তবে রাজশাহীর সিল্কের জন্য ভিড় করছে স্বচ্ছ্বল ক্রেতারা।
ঈদে প্রিয়জনকে উপহার হিসেবে সিল্কের শাড়ি ও পাঞ্জাবির জুড়ি মেলা ভার। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে সৌখিন ক্রেতারা।
এবার ঈদ হচ্ছে গরমে। তাই সিল্ক ফ্যাশনে এসেছে বৈচিত্র্য। রকমভেদে শাড়ির দাম আড়াই হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা। আর সিল্কের পাঞ্জাবি মিলছে সাড়ে চার হাজার থেকে ২০ হাজার টাকায়।
ঈদ বাজারে নির্বিঘ্নে বেচাকেনা করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।আর্থিক লেনেদেনের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আরএমপি কমিশনার।
ঈদ বাজারের বেচাকেনা চলবে চাঁদরাত পর্যন্ত।










