খুলনা মহানগরে খাবার পানি সংকটে বিপাকে লাখো মানুষ
- আপডেট সময় : ০৭:১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
তীব্র খাবার পানি সংকট দেখা দিয়েছে খুলনা মহানগরীতে। নলকূপেও মিলছে না পর্যাপ্ত পানি। পাম্পেও উঠছে সামান্য পানি। এতে চরম বিপাকে লাখো মানুষ। এদিকে, বর্তমান সময়ে সাতক্ষীরার ভূগর্ভস্থ পানির স্তর ৭’শ ফুট পর্যন্ত নেমে গেছে। তবে স্থান বিশেষে তা পাঁচশ ফুট পর্যন্ত রয়েছে। ফলে জেলার ২৫ হাজার সরকারি টিউবওয়েলে পানি উঠছে না।
অন্তত আধা ঘণ্টা লাগছে কলস ভরতে। খুলনা মহানগরীতে এমন চিত্র গত ২ মাস ধরে। গরম আর রোজায় খাবার পানির অভাবে চরম বিপাকে মানুষ। ভূ-গর্ভস্থ পানি যেন বেশি তুলতে না হয়, সেজন্য ৩ বছর আগে ২ হাজার ৫৫৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করে ওয়াসা। কিন্তু এতে লাভ হয়নি । প্রতিদিন মধুমতি নদীর ১১ কোটি লিটার পানি পরিশোধন করে সরবরাহের কথা থাকলেও দেয়া হচ্ছে মাত্র ৩ কোটি লিটার।
অন্যদিকে সাতক্ষীরাতেও খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আড়াই মাসে এক ফোঁটাও বৃষ্টি না হওয়ায় ভূ-উপরিস্থ পানি শুকিয়ে যাচ্ছে। একই সঙ্গে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। পারিবারিকভাবে বসানো হাজার হাজার নলকূপেও পানি নেই। এমনকি সেচের পানি উত্তোলনও বাধার মুখে পড়ছে। এদিকে সাতক্ষীরা পৌর এলাকায় গ্রাহকদের বাড়িতে পানি সরবরাহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।










