রুশ-ইউক্রেন সংঘাতে বিশ্বের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে সারের সংকট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৭১১ বার পড়া হয়েছে
রুশ-ইউক্রেন সংঘাতে বিশ্বের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে সারের সংকট।
বিশ্বে ব্যবহৃত মোট সারের ২৫ শতাংশই সরবরাহ করে রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞায় রাশিয়া থেকে সার সরবরাহ বন্ধ থাকায় নেতিবাচক প্রভাব পড়ছে খাদ্য উৎপাদনে। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা বলছে, এরই মধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে খাদ্যদ্রব্যের মূল্য বেড়েছে, যা গেল ৩২ বছরের মধ্যে সর্বোচ্চ। সার ব্যবহারে বিশ্বে চতুর্থ অবস্থানে ব্রাজিল। দেশটিতে মোট ব্যবহৃত সারের ৮৫ শতাংশই আমদানি করা হয়। যার বড় অংশই আসে রাশিয়া থেকে। রুশ-ইউক্রেন সংঘাতের কারণে সার আমদানি বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন দেশটির কৃষিজীবীরা।


















