ঈদ সামনে রেখে কাপড়ে নকশী তোলায় ব্যস্ত জামালপুরের লাখো নারী
- আপডেট সময় : ০৩:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ঈদ সামনে রেখে সুঁই সূতো নিয়ে, দিনরাত কাপড়ে নকশী তোলায় ব্যস্ত জামালপুরের লাখো নারী। স্থাণীয় চাহিদা মিটিয়ে নকশি করা কাঁথা, শাড়ী, সালোয়ার কামিজ, পাঞ্জাবীসহ হরেক রকম পণ্য ছড়িয়ে পড়ছে সারাদেশে। দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার ভিন্নমত থাকলেও বাহারী ডিজাইনের হস্তশিল্পের যোগান দিতে ব্যস্ত উদ্যোক্তারা।
জামালপুর জেলায় সবমিলিয়ে ১ লাখেরও বেশী নারী কর্মী জড়িত হস্তশিল্প পণ্য তৈরিতে। সুঁই-সুতায় নানা ডিজাইনে, রঙ আর বর্ণে তারা ফুটিয়ে তুলেন নকশি কাঁথা, বেডকভার, শাড়ি,ফতুয়া, পাঞ্জাবী, সালোয়ার-কামিজসহ নানা সূচি পণ্য। মানের দিক থেকে উন্নত সূচিপণ্য ঢাকাসহ দেশের সব বড়বড় শহরে বাজার দখল করে আছে।
ঈদকে সামনে রেখে বাড়তি দুপয়সা আয়ের জন্য কর্মীরা কাজ করছেন রাত জেগে।
তবে এখানকার হাতে তৈরী নকশী পণ্যের দাম গেলোবারের তুলনায় একটু বেশীই।
এইসব পণ্যের বিপুল চাহিদা মেটাতে হিমসিম খেতে হচ্ছে মাঝারি উদ্যোক্তাদের। ক্রেতাদের সামর্থের মধ্যেই আছে বলে মনে করছেন তারা।
নিত্য নতুন ডিজাইনের পণ্য বিক্রি করে লাভের মুখ দেখতে আগ্রহী বিক্রেতারা।










