ঈদে জমজমাট রাজধানীর বড় বিপনি বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলো
- আপডেট সময় : ০৩:৩৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
ঈদে জমজমাট রাজধানীর বড় বিপনি বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলো।সাধ্যের মধ্যে প্রিয়জনদের পছন্দের পোশাক কিনতে ব্যস্ত সময় পার করছে নগরবাসী। রোজার মাঝামাঝিতে এসে ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদের।তবে পন্যের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
নতুন পোশাক ছাড়া ঈদের আনন্দ যেন পুরোটাই বেমানান।আর করেনার কারনে দু’বছরের ঘরবন্দী জীবন কাটিয়ে, এবার কেনাকাটায় ধুম পড়েছে ঈদ বাজারে। ক্রেতা চাহিদা মাথায় রেখে দেশি বিদেশি পোশাকের পসরা সাজিয়েছে ব্যবসায়ীরা।
ঈদে নতুন কালেকশন সারারা,ঘারারা,পুষ্পা–সব বয়সী তরুণীদের পছন্দের তালিকায় রয়েছে। হাতে সময় থাকতে কেনাকাটা সাড়তে বিপনী বিতানগুলোতে ভীড় করছেন তারা। ঘুরে ঘুরে কিনছেন পছন্দের পোশাক।
বিক্রতারা বলছেন, দুইবছর ভালো ব্যবসা হয়নি। তাই এবার ক্রেতা সাড়া ভালো পাওয়াই খুশি তারা।
তবে পোষাকের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্নমত।
ঈদকে সামনে রেখে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকছে মার্কেট।আর দোকান খোলা রাখার সময়ও বাড়ানো হয়েছে।










