আশুলিয়ায় এক রড ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
পূর্ব শত্রুতার জেরে সাভারের আশুলিয়ায় এক রড ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। সকালে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়ার দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়ার দুর্গাপুরে দোকানে রড বিক্রেতা বকুল বিশ্বাস। সকালে পূর্ব শত্রুতার জেরে বেশ কয়েকজন সন্ত্রাসী তাকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার চিকিৎসা চলছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান।























