এএফসি কাপের প্লে অফ ম্যাচ খেলতে কোলকাতায় আবাহনী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
এএফসি কাপের প্লে অফ ম্যাচ খেলতে কোলকাতা গেলো ঢাকা আবাহনী। খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা মিলিয়ে ৩০ জনের বেশি সদস্য নিয়ে ঢাকা ছেড়েছে আকাশী-নীলরা।
আগে বিদেশি ফুটবলারের ভিসা নিয়ে জটিলতা থাকলেও এবার কোনোরকম সমস্যা হয়নি। ঢাকা আবাহনী ও মোহনবাগানের ১৯ এপ্রিল ম্যাচের জয়ী দল সরাসরি খেলবে মূল পর্বে। ১৮ থেকে ২৪ মে এএফসি কাপের ডি গ্রুপের মূল পর্ব হবে কোলকাতাতেই। সেখানে সরাসরি জায়গা নিশ্চিত করেছে তিন দল- বসুন্ধরা কিংস, গোকুলাম কেরালা ও মাজিয়া স্পোর্টস। ২০১৭ সালে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচে কোলকাতায় মোহনবাগানের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিলো আবাহনী। এবার প্লে অফ ম্যাচটি একলেগ হওয়ায় এই ম্যাচে হারলেই ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র থাকলে অতিরিক্ত সময়ে গড়াবে খেলা। সেখানেও অমীমাংসিত থাকলে টাইব্রেকারে ম্যাচের ফলাফল নিষ্পত্তি হবে।