পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বাড়ছে পানি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বাড়ছে নদী ও হাওরের পানি। এতে দ্বিতীয় দফায় হাওরের ফসল রক্ষা বাঁধ ভাঙার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে আজ সুনামগঞ্জের দিরাই যাচ্ছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
একদিনে সুরমা নদীর পানি বেড়েছে ৫০ সেন্টিমিটার। পানি বাড়ছে যাদুকাটা ও পাটলাই নদে। এতে হাওরের পাকা ধান কেটে নিচ্ছেন কৃষক। আবহাওয়া ও বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে, মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের প্রধান নদী সুরমায় গত ২৪ ঘণ্টায় ৬২ সেন্টিমিটার পানি বেড়েছে। এ ছাড়া সীমান্ত নদী যাদুকাটার পানি বেড়েছে ৬ সেন্টিমিটার এবং পুরাতন সুরমা নদীর পানি বেড়েছে ৫ সেন্টিমিটার।










