বর্ণিল আয়োজনে রাজধানী জুড়ে উদযাপন হচ্ছে বর্ষবরণ
- আপডেট সময় : ০৭:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
পহেলা বৈশাখের বর্ণিল আয়োজনে রাজধানী জুড়ে উদযাপন হয়েছে বর্ষবরণ। লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে সরগরম ছিল টিএসসিসহ এর আশেপাশের এলাকা। করোনার কারণে দু’বছর বিরতি দিয়ে ফের শুরু হওয়া এই উৎসব আয়োজনে ছিল সবুজের আধিক্য। সবার কণ্ঠে ছিল বৈশাখের আনন্দ ফিরে পাওয়ার উচ্ছ্বাস।
২ বছর বিরতি দিয়ে ফের প্রাণের উচ্ছাসে মেতেছে বাঙালী। আনন্দটা তাই ছিল একটু বেশী।
দিবসটি উদযাপনে টিএসসির স্বাধীনতা চত্বরে শিশুদের নিয়ে ছিলো বিশেষ আয়োজন। সব অপসংস্কৃতিকে দূরে ঠেলে উৎসব উদ্দীপনায় মেতে উঠুক সবাই এমন প্রত্যাশায় এই আয়োজন খেলাঘর ঢাকা মহানগরী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের।
দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি নতুন বছরের প্রথম দিনে নবউল্লাসে মেতে উঠে নাগরিক সমাজ।
বিশেষ এই দিনটি নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেন কেউ কেউ।
সময় যত গড়িয়েছে ভিড় বেড়েছে চারুকলা ও এর আশেপাশের এলাকায়। রমজানেও উৎসব প্রেমী বাঙালীরা ছিলেন উদযাপনের ঢংয়ে।










