নতুন প্রত্যাশায় ভোরের আলোয় রমনায় ছায়ানটের বর্ষবরণ
- আপডেট সময় : ০২:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ১৭৪৩ বার পড়া হয়েছে
দিনের প্রথম আলোতে, রাগালাপ। এরপর শুভ বুদ্ধি উদয়ের মন্ত্রবানীতে নতুন বছর ১৪২৯ কে বরণ করেছে ছায়ানট। রাজধানীর রমনা বটমূলে “নব আনন্দে জাগো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন । গেলো দুই বছরের মহামারী করোনাকে কেন্দ্র করে সকল দুঃখ,কষ্ট, ক্লেদ, প্রাপ্তি, অপ্রাপ্তি, সংযোজন, বিয়োজন সব মুছে ফেলে নতুন বছর ১৪২৯ কে স্বাগত জানালো আগতরা।
নতুন বছর… নতুন সূর্যোদয়ে কেটে যাবে আঁধার। বইবে আলো ও সুখবার্তা। প্রকৃতির রূপ-রস সব কিছু জানান দিচ্ছে… প্রকৃতিতে এসেছে বাজছে নতুন সুর।
করোনার কারণে দুবছর পর রমনা বটমূলে প্রাণের সঞ্চার। ভোরের আলোয় বেজে উঠে সরদ, রাগালাপের মূর্ছনা ছড়ায় মোহবিষ্ট এক আবেশ। এ যেন অসাম্পদ্রায়িক বাঙ্গালীর মিলন মেলা
একক ও সম্মিলিত সঙ্গীতের পরিবেশনা আর আবৃত্তিতে ছিলেন ছায়ানটের শতাধিক শিল্পী। বর্বরতা ও অনাচার এসবের বিরুদ্ধে শিল্পীদের কন্ঠে ছিলো দীপ্ত উচ্চারণ।
শিশু-কিশোর সকল বয়সীদের মাঝে সকলের মাঝেই মিলেছে স্বস্তির ছোঁয়া।
মহামারীর কারণে গৃহবন্দী মানুষ যেন পেলো জীবনের আস্বাদ। সাজে বর্ণে তার দেখা মিলেছে নারী-শিশু সবার মাঝে। নতুন বছরকে স্বাগত জানাচ্ছে ছায়ানটের শিল্পীরা।
৫০ বছর ধরে ছায়ানট নর্ববষ উদযাপন করছে। কিন্তু মহামারী যে শিক্ষা দিয়েছে তা পুঁজি করে সামনের চলার পথ মসৃণ করার কথাই বলছেন সবাই।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের এ বছরের বর্ষবরণের পরিবেশনা।










