ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগে মোরেলগঞ্জে হামলা ও ভাঙচুর
- আপডেট সময় : ০৫:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিলের পর এক তরুণের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আমরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাটের পুলিশ সুপার, মোংলা ও মোরেলগঞ্জে সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। যে তরুণের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, তাঁকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত বলে জানিয়েছে পুলিশ। এক সপ্তাহ ধরে তার ফেসবুক পোস্টের বিষয়টি নিয়ে চর্চা চলে। এ খবর ছড়িয়ে পড়লে ওই তরুণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গেল রাতে মিছিল করেন স্থানীয়রা। মিছিল থেকে উত্তেজিত জনতা ওই তরুণের বাড়ি ভাঙচুর করে এবং উঠানে থাকা খড়ের গাদায় আগুন দেয়।










