পটুয়াখালীর রাঙ্গাবালী ও কলাপাড়ার স্কুলে স্থাপন করা হয়েছে হাইজিন কর্নার
- আপডেট সময় : ০৮:৫৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৭৭৩ বার পড়া হয়েছে
পটুয়াখালী উপকূলীয় অঞ্চলের রাঙ্গাবালী ও কলাপাড়ায় জলবায়ু সহিষ্ণু স্বাস্থ্য-ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় স্কুলে স্থাপন করা হয়েছে হাইজিন কর্নার। এতে ব্যক্তিগত পয়ঃনিস্কাশন ও সচেতনতায় এসেছে ব্যাপক পরিবর্তন।
বয়ঃসন্ধিকালীন সময়ে প্রজনন ও যৌন স্বাস্থ্যসেবা পাওয়া গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশে অনেকটা আড়ালেই থেকে যাচ্ছে এ সংক্রান্ত আলোচনা। অনেকেই নিজের গোপনীয়তা জানাতে লজ্জা বোধ করেন। আবার অনেকেই বয়স সন্ধিকালীন সময়ের পরিবর্তন ও ঝুঁকি সম্পর্কে অবগত নন।
এই সমস্যা সমাধানে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালীতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে জলবায়ু সহিষ্ণু স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন প্রকল্প। ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে এই প্রকল্পের আওতায় উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে স্বাস্থ্য, পুষ্টি ও মাসিক ব্যবস্থাপনা কর্নার। এ কর্নারে বিনামূল্যে স্যানিটারি প্যাড, প্রয়োজনীয় ঔষধ পত্র, প্রাথমিক চিকিৎসা সামগ্রী ও সচেতনতামূলক ব্যানার ফেস্টুন রয়েছে।
বরিশাল বিভাগীয় কমিশনার অফিসের উদ্যোগের এই প্রকল্পে বিদ্যালয়ে একজন নারী শিক্ষক ও এক প্রশিক্ষণপ্রাপ্ত কিশোরী বাকী শিক্ষার্থীদের হাতেকলমে শেখাবেন।
উপকূলীয় এলাকায় মানব স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও সক্ষমতা বাড়াতে এই প্রকল্প কাজে আসবে বলে মনে করা হচ্ছে।
উপকূলীয় অঞ্চলে জীবন মান উন্নয়ন ও ঝুঁকি মোকাবেলায় কার্যকর পরিবর্তনে দীর্ঘ মেয়াদি এই প্রকল্পের উপকারিতা জানানো হয়।
সুস্থ ও সবল ভবিষ্যত জনগোষ্ঠী গড়ে তুলতে এ ধরনের কার্যকর প্রকল্প দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা।










