উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওর অঞ্চলের নদ নদীর পানি বেড়েই চলেছে
- আপডেট সময় : ০৮:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওর অঞ্চলের নদ নদীর পানি বেড়েই চলেছে। তলিয়ে যাচ্ছে ফসলি জমিসহ বিস্তীর্ণ মাঠ। দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছেন কৃষকরা।
সোমবার সন্ধ্যার পর থেকে নেত্রকোনার নদীর পানি বৃদ্ধির গতি বেড়ে যায়। মঙ্গলবার সকালে খালিয়াজুরী উপজেলার কীর্তনখোলা বাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। ঢলের পানি ঠেকাতে মাটি ও বাঁশ সংগ্রহ করে বাঁধ মেরামতে কাজ করছেন কৃষকরা। ফসল বাঁচাতে বাঁধ রক্ষায় জেলার কৃষকদের পাশাপাশি এগিয়ে এসেছেন স্থানীয়রা। দিনরাত মাটি কাটার কাজ করছেন তারা। কৃষকদের অভিযোগ, প্রতিবছর হাওরের ফসল রক্ষায় কয়েক কোটি টাকা বরাদ্দ থাকলেও উপজেলা প্রশাসনের অনিয়মের কারণেই বাঁধগুলো এমন হুমকিতে। এদিকে পাহাড়ী ঢলে নতুন করে সুনামগঞ্জের বেশ কয়েকটি ফসল রক্ষা বাঁধে ফাটল দেখা গেছে। ফলে ডুবে গেছে ধর্মপাশ এলাকার কয়েকশ একর জমির ধান। কাঁচা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন ওই অঞ্চলের কৃষকরা।










