ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার সিস্টেম চালু করলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৭০৭ বার পড়া হয়েছে
আমদানী বাণিজ্য সহজীকরণ করতে ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার সিস্টেম চালু করলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দুপুরে চট্টগ্রাম বন্দরের ট্রেনিং সেন্টারে বন্দর ব্যবহারকারীদের নিয়ে দিনভর কর্মশালার পর নতুন এই পদ্ধতির উদ্বোধন করেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।
তিনি জানান, নতুন এই পদ্ধতির মাধ্যমে আধুনিক বন্দর ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হলো। এতে আমদানী পণ্য ডেলিভারি প্রক্রিয়া সহজীকরণের পাশাপাশি জবাবদিহিতার নিশ্চয়তা বাড়লো। কয়েক মাস ধরে ৬টি শিপিং লাইনের মাধ্যমে নতুন এই প্রক্রিয়ার পাইলটিং সফল হয়েছে। নতুন পদ্ধতিতে কোন জটিলতা তৈরী হলে বন্দরের দক্ষ টিম তা তাৎক্ষণিকভাবে সমাধান করবে বলেও আশ্বস্ত করেন বন্দর চেয়ারম্যান।