ডারবান টেস্টের পঞ্চম ও শেষদিনে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ
- আপডেট সময় : ০৪:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
ডারবান টেস্টের পঞ্চম ও শেষদিনে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ২৬৩ রান। হাতে আছে ৭ উইকেট। দক্ষিণ আফ্রিকার দেয়া ২৭৪ রানের লক্ষ্যে খেলতে ১১ রানে ৩ উইকেটে হারিয়ে চতুর্থ দিন শেষ করেছে টাইগাররা।
হতাশ করেছেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক মমিনুল হক। দলীয় ৮ রানে তিন টপ অর্ডারের বিদায়। অপরাজিত আছেন মুশফিকুর রহিম ও নাজমুল শান্ত। এর আগে, টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ব্যক্তিগত ৮ রানে আরউইকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন ইবাদত হোসেন। ভয়ংকর হয়ে ওঠা ডিন এলগারকে ৬৪ রানে ফেরান তাসকিন আহমেদ। এরপর রিকেল্টনকে ছাড়া আর প্রতিরোধ গড়তে পরেননি কেউই। ৩৯ রানে অপরাজিত ছিলেন রিকেল্টন। তিনটি করে উইকেট নেন মিরাজ, ইবাদত। তাসকিনের শিকার দুই উইকেট। এর আগে, দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে করা ৩৬৭ রানের জবাবে ২৯৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না দেশের গতিময় পেসার তাসকিন আহমেদ ও তরুণ পেসার শরিফুল ইসলামের। ডারবান টেস্টে ডান কাঁধে ব্যথা পেয়েছেন তাসকিন। অনুশীলনে বাম পায়ের গোড়ালির লিগামেন্টে চোট পেয়েছেন শরীফুল।
























