ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে ঘাটতিতে গ্রাহকের ভোগান্তি

- আপডেট সময় : ১২:৪১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে ঘাটতিতে গ্রাহকেরা ভোগান্তিতে পড়েছেন।প্রযুক্তিগত ত্রুটির কারণে সিলেটের বিবিয়ানা গ্যাসফিল্ড থেকে গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটায় এ সমস্যা বলছে কর্তৃপক্ষ। পাশাপাশি সংকট তৈরি হয়েছে বিদ্যুৎ সরবরাহে। এদিকে, গরমে পানি সংকটের মুখোমুখি ঢাকাবাসী।
দেশের বড় গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে বিবিয়ানার ছয়টি কূপ বন্ধ। রক্ষণাবেক্ষণে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে নিম্নচাপ থাকতে পারে। সংকট কাটতে ১০ এপ্রিল পর্যন্ত সময় লাগবে। বিতরণ কোম্পানিগুলো সূত্রে জানা যায়, রোজার মাঝামাঝি থেকে গ্যাস সংকট আরও তীব্র হবে।
কিছু কিছু গ্যাসচালিত কেন্দ্রে বিঘ্ন ঘটছে বিদ্যুৎ উৎপাদনে। শহরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পল্লি বিদ্যুতের চাহিদা অর্ধেকের বেশি কমিয়ে দেয়া হয়েছে। এতে রোজার মাসে গ্রামবাসীকে ভুগতে হবে বিদ্যুতের কষ্টে।
রাজধানীতে পানির ঘাটতি হবে কমপক্ষে ১৫ থেকে ২০ কোটি লিটার। ফলে নগরবাসীকে দুর্ভোগ মাথায় নিয়েই পার করতে হবে রোজার মাস।
খুব দ্রুততম সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।