দুই সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে অর্ধেক
- আপডেট সময় : ০৩:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
আমদানীর প্রভাব পড়েছে ঝিনাইদহের পেঁয়াজের বাজারে। দুই সপ্তাহের ব্যবধানে দাম নেমে এসেছে অর্ধেকে। দরপতন আর উৎপাদন কম হওয়ায়, লোকসানের মুখে কৃষক। পুরোদমে মাঠ থেকে পেঁয়াজ ওঠা শুরু হলে, দাম আরও কমতে পারে বলে আশংকা চাষী ও ব্যবসায়ীদের।
ঝিনাইদহের শৈলকুপায় পাইকপাড়া গ্রামের ফসলের মাঠ থেকে পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। একই চিত্র অন্য গ্রামের মাঠেও। বৈরি আবহাওয়ার কারনে এ বছর কম হয়েছে পেঁয়াজের ফলন। সেই সাথে দরপতনে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।
জেলার বিভিন্ন হাটে প্রতিমণ পেঁয়াজ প্রকারভেদে ৭’শ থেকে ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। যা দু’সপ্তাহ আগেও ছিলো ১৭’শ থেকে ২ হাজার টাকা। হঠাৎ পেঁয়াজের দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে শংকায় চাষীরা।
ভরা মৌসুমে পেঁয়াজ আমদানীর কারনে কমেছে দাম জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, আমদানী বন্ধ না করলে দাম আরও কমতে পারে।
আমদানী বন্ধ ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ বছর ঝিনাইদহের ৬ উপজেলায় ১১ হাজার ৮শ’ ৫৩ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে।










