মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনা নিহত হয়েছে। নিহতরা সবাই দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন।
গতকাল কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৬ জন পাকিস্তানের সেনা কর্মকর্তা এবং বাকি দুজন রাশিয়া ও সার্বিয়ার শান্তিরক্ষী। কঙ্গোর ওই অঞ্চলটিতে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর উদ্ধার কাজে নামে তারা। জাতিসংঘ জানায়, বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে, বিধ্বস্তের কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। শান্তিরক্ষীদের মরদেহ উদ্ধার করে উত্তর কিভুর রাজধানী গোমায় নিয়ে যাওয়া হয়েছে। এক শোকবার্তায় পাকিস্তানের জাতিসংঘবিষয়ক রাষ্ট্রদূত মুনির আকরাম নিহত ছয়জনের পরিচয় নিশ্চিত করেন।