ট্রিপল নাইনে কল করে সাভারে আত্মহত্যা করতে যাওয়া এক শিক্ষার্থীর প্রাণ বাঁচিয়েছেন পুলিশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
পুলিশের জরুরী সেবা ট্রিপল নাইনে কল করে সাভারে আত্মহত্যা করতে যাওয়া এক শিক্ষার্থীর প্রাণ বাঁচিয়েছেন সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, বিরুলিয়ার ছোট কালিয়াকৈর গ্রামের স্থানীয় রিসডা ইনস্টিটিউট অফ টেকনোলজির এসএসসি পরীক্ষার্থী সায়েম হাসান রাফি টাকার জন্য বেশ কিছুদিন ধরে নিজের মাকে মারধর করে আসছিলেন। পরে রাতে মায়ের কাছে টাকা চাইলে সে টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় ওই শিক্ষার্থী তার মাকে বেধড়ক মারধরের পর নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে। এসময় স্থানীয়রা পুলিশের জরুরী সেবা নম্বরে ফোন করলে পুলিশ দ্রুত আত্মহত্যা করতে যাওয়া ওই শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করে। পরে ওই শিক্ষার্থীর মায়ের অভিযোগের ভিত্তিত্বে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।