পার্বত্য শান্তি চুক্তির দু’যুগ পার হলেও পাহাড়ে বন্ধ হয়নি অস্ত্রের ঝনঝনানি
- আপডেট সময় : ০২:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
পার্বত্য শান্তি চুক্তির দু’যুগ পার হলেও পাহাড়ে বন্ধ হয়নি অস্ত্রের ঝনঝনানি। পাহাড়ী তিন জেলায় সশস্ত্র চার সংগঠনের আধিপত্যের লড়াইয়ে নিহত হয়েছে হাজারেরও বেশী মানুষ। অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ড- বন্ধে সরকারের হস্তক্ষেপ চান সাধারণ মানুষ।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের পর, ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারী খাগড়াছড়ি স্টেডিয়ামে অস্ত্র সমার্পণ করে তৎকালীন শান্তি বাহিনীর সদস্যরা। তবে চুক্তির বিরোধীতা করে একই বছরের ২৬ ডিসেম্বর আত্মপ্রকাশ করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এরপর থেকে পাহাড়ে আবারও অশান্তি শুরু হয়। গেল ২৪ বছরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউপিডিএফ ভেঙ্গে হয়েছে ৪ টি সশস্ত্র সংগঠন। আধিপত্য বিস্তার, চাঁদা ও অপহরণ নিয়ে থেমে থেমে হচ্ছে প্রাণহানি। অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ডে বাধাগ্রস্ত হচ্ছে পাহাড়ের উন্নয়ন ও শান্তির ধারা।
সীমান্ত পথে পাহাড়ের ৪ সংগঠনের কাছে আসে আধুনিক অস্ত্র। দূর্গম এলাকায় ক্যাম্প গড়ে সশস্ত্র প্রশিক্ষণ ও অস্ত্রের যোগান বাড়ায় প্রতিটি সংগঠন। এ বিষয়ে সম্পৃক্ততার কথা অস্বীকার করে একে অপরের দিকে অভিযোগ ছুড়ছে সংগঠনগুলো।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পাহাড়ের অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
পার্বত্য তিন জেলায় আঞ্চলিক সংগঠনের সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশী মানুষ। আহত ও উদ্বাস্তু হয়েছে আরও অনেকে।










