নারী ওয়ানডে বিশ্বকাপে আরো এক হার পাকিস্তানের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
নারী ওয়ানডে বিশ্বকাপে আরো এক হার পাকিস্তানের। নিউজিল্যান্ড নারী দলের কাছে ৭১ রানে হেরেছে পাকিস্তানের নারীরা।
ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাট করতে নেমে ভাল শুরু পায় নিউজিল্যান্ড। প্রথম উইকেটে আসে ৩১ রান। ১২ রানে অধিনায়ক সোফি ডেভিন ফিরে গেলে এমিলিয়া কেরকে নিয়ে দ্বতীয় উইকেটে ৬৬ রানের জুটি করে সুজি বেটস। এমিলিয়া ২৪ করে ফিরে গেলেও একপাশ আগলে রেখে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায় সুজি। ক্যারিয়ারের ১২তম শতক তুলে নেয় এই নিউজিল্যান্ড ব্যাটার। ১৩৫ বলে করেন ১২৬ রান। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করলেও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।










