অসময়ের বৃষ্টি ও কুয়াশায় ৪০ ভাগ আম গাছে আসেনি মুকুল

- আপডেট সময় : ০৬:২৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
গত বছরের তুলনায় এ বছর সাতক্ষীরার আম বাগানে গাছ গুলোতে মুকুল এসেছে কম। অসময়ের বৃষ্টি এবং কুয়াশার কারণে আমের ফলন নিয়ে দুঃশ্চিন্তায় বাগান মালিক, আম চাষি ও ব্যবসায়ীরা। তবে কৃষি বিভাগ বলছেন অসময়ে বৃষ্টি ও ঘন কুয়ার কারণে এবছর জেলায় ৪০ ভাগ আম গাছে আসেনি মুকুল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে সাতক্ষীরা ৪ হাজার ১১৫ হেক্টর জমিতে আমের গাছ রয়েছে। জেলায় ১৩ হাজার ১শ’ জন আম চাষি, ৫ হাজার ৩শ’ বাগানে আম চাষ করেন। এবছর থেকে ৫০ হাজার মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অসময়ে বৃষ্টি ও ঘন কুয়ার কারণে এবছর ৪০ ভাগ আম গাছে মুকুল আসেনি। মুকুল হয়নি হিমসাগর ও গোবিন্দভোগ, লতা জাতীয় বিভিন্ন আম গাছেও। এ নিয়ে দুঃশ্চিন্তায় বাগান মালিক, আম চাষি ও ব্যবসায়ীরা।
চাষিরা জানায়, ঘূর্ণিঝড় আমপানের কারণে গত দুই বছর তেমন লাভের মুখ দেখা যায়নি। সরকার পাশে না দাঁড়ালে ক্ষতিগ্রস্থ হবে আম চাষিরা।
আমের মুকুল দেখে আম বাগান কিনি, তবে এবছর শেষ সময় মুকুল আসলেও আম আশা করা যাবে না বলে জানান, এই বাগান মালিক।
অসময়ে বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে এবছর ৪০ ভাগ আম গছে মুকুল হয়নি বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্ত উপ-পরিচালক।
এবছর আম উৎপাদন হবে কি-না, তা নিয়ে সংশয় রয়েছে স্থানীয় আম চাষি।