গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে ৪০ রাষ্ট্রদূতের শ্রদ্ধা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডিপ্লোমেটিক কোরের সদস্যরা।
দুপুর ১২টা ৪৫ মিনিটে ডিপ্লোমেটিক কোরের ভারপ্রাপ্ত ডীন মরক্কোর মাজিদ হালিমের নেতৃত্বে ৪০ দেশের রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শ্রদ্ধা জানান। পরে শেষ এক মিনিট নীরবতা পালন শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় ভারপ্রাপ্ত ডীনসহ পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। পরিদর্শন করেন বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ী ও লাইব্রেরী। এছাড়া অতিথিরা সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে অনুষ্ঠিত লোকজ মেলাও পরিদর্শন করেন।










