মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে ভয়ঙ্কর বিষধর রাসেল ভাইপার সাপ
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে ভয়ঙ্কর বিষধর রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে। স্থানীয় এক মুদি দোকানি সাপটিকে দু’দিন ধরে একটি প্লাস্টিকের জারে আটকে রেখেছেন।
জানা যায়, উপজেলার বাংলাবাজার ঘাটের অনন্যা মুদি স্টোরের মালিক লিটন মিয়া দুপুরে তার দোকানের ফ্রিজের পাশে একটি বিরল প্রজাতির সাপ দেখতে পায়। প্রথমে অজগর সাপের বাচ্চা ভেবে পাশের দোকানীকে ডেকে সাপটি ধরার চেষ্টা করে। সাপটি শারিরিকভাবে কিছুটা দূর্বল থাকায় তারা দুজন মিলে কৌশলে সাপ ধরে একটি প্লাস্টিকের জারে আটকে ফেলে। ধরা পড়া সাপটি দেখতে অপরিচিত হওয়ায় তারা ইন্টারনেটের মাধ্যমে গুগলে সার্চ দিয়ে সম্পর্কে জানার চেষ্টা করে। গুগল থেকে তারা জানতে পারে সাপটি ভয়ংকর রাসেল ভাইপার। পরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি বন বিভাগকে জানায়।



















