অবহেলায় নষ্ট হচ্ছে ফেনী-বিলোনিয়া রেলের শত কোটি টাকার সম্পদ
- আপডেট সময় : ০২:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
অযত্ন অবহেলায় চোখের সামনে নষ্ট হচ্ছে ফেনী-বিলোনিয়া রেলপথের শত কোটি টাকার সম্পদ। দীর্ঘ ২৫ বছর ধরে দেখভাল না করায় ষ্টেশন ঘরগুলো এখন প্রভাবশালীদের দখলে। চুরি গেছে রেলের স্লিপার। প্রতিনিয়ত পরিত্যক্ত ভবনে বসছে মাদকের আড্ডা।
ব্যাপক লোকসান দেখিয়ে ১৯৯৭ সালে ফেনী-বিলোনিয়া রেলপথ বন্ধ ঘোষণা করে কতৃর্পক্ষ। অথচ এই পথ ছিলো পণ্য পরিবহণ কিংবা যাত্রী সাধারণে সরগরম।
দীর্ঘসময় যোগাযোগ বন্ধ থাকায় এবং রক্ষণাবেক্ষণ না করায় রেললাইনের উপর তৈরী হয়েছে ঘর। বেশিরভাগ স্থানে চুরি হচ্ছে স্লিপার। পাশাপাশি ষ্টেশন ঘরগুলো রয়েছে অবৈধ দখলদারদের কবলে। আর পরিত্যক্ত ভবনে চলে মাদকের আড্ডা।
রেলপথটি চালু হলে ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে চট্টগ্রাম বন্দর ও বিলোনিয়া স্থলবন্দরের বাণিজ্যিক পণ্য পরিবহন ও যাত্রী পারাপারে যোগ হবে নতুন মাত্রা।
সবশেষ ২০১৯ সালে লাইনটি পুনর্স্থাপনের জন্য ভারতের হায়দারাবাদের আরভে অ্যাসোসিয়েটস ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস কোম্পানিকে দায়িত্ব দেয় রেল বিভাগ।তারা জরিপ প্রতিবেদন দিলেও প্রক্রিয়াটিএখন থমকে আছে।
২৭ কিলোমিটার রেলপথের ৮টি স্টেশনের সম্পত্তিগুলো দখলমুক্ত করাসহ লাইনিট দ্রুত চালুর ব্যপারে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য।
রেলপথটি সচল হলে দেশের অর্থনীতিতে যোগ হবে নতুন চাকা। সৃষ্টি হবে কর্মসংস্থান-এমটাই ধারনা ব্যবসায়ীসহ স্থানীয়দের।










