ড্র হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
ব্রিজটাউন টেস্টে জেতেনি কেউই, ড্র হয়েছে ওয়েস্ট-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। ২৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৩৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
লক্ষ্য তাড়ায় দ্রুত পাঁচ উইকেট হারালেও, শেষ দিনে ক্যারিবিয়দের মান বাঁচান ক্রেইগ ব্রাথওয়েট। ৫৬ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। ৩০ রানে সঙ্গী জসুয়া ডি সিলভা। এর আগে, ৬ উইকেটে ১৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। এতে ২৮২ রানের লক্ষ্য দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজের সামনে। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫০৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিলো ইংল্যান্ড। জবাবে ৪১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ১৬০ আর দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হন ব্রাথওয়েট। সিরিজের প্রথম টেস্টও হয়েছিলো ড্র। তৃতীয় ও শেষে টেস্টে বৃহস্পতিবার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।