১৩২ আরোহী নিয়ে চীনের গুয়াংঝু অঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
১৩২ আরোহী নিয়ে চীনের গুয়াংঝু অঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে— এ দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ এ দুর্ঘটনার শিকার হয়েছে। উড়োজাহাজটি কুনমিং থেকে স্থানীয় সময় দুপুর সোয়া ১টার দিকে গুয়াংঝু শহরের উদ্দেশে রওনা হয়েছিল। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বিমানটি একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হলে সেখানকার বনভূমিতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পরই সেটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে।