বরিশাল, ময়মনসিংহ ও সাতক্ষীরায় কয়েকটি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫২:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
বরিশাল, ময়মনসিংহ ও সাতক্ষীরায় কয়েকটি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বরিশালে নিরাপদ সড়ক ও সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহতর ঘটনায় ঘাতক মাইক্রোবাসের চালক আটক ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে বক্তব্য দেন বক্তারা।
চাকরি রাজস্ব করণের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ শীর্ষক প্রকল্পে নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা।
জলবায়ু পরিবর্তনের কারণে সুপেয় পানি, টেকসই বেড়ীবাঁধ, দক্ষিণ- পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দূর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধণ হয়েছে সাতক্ষীরায়। সকালে সাতক্ষীরা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজন ও লির্ডাস ওব্রেড ফর দ্যা ওয়ার্ল্ডের সহযোগিতায় জেলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।










