বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা : নাহিদ ইজহার খান
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ২৩৪৩ বার পড়া হয়েছে
সংসদ সদস্য নাহিদ ইজহার খান বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো না। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ছিল বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্নের বহিঃপ্রকাশ এবং অক্লান্ত পরিশ্রমের ফসল।
বৃহস্পতিবার শিশুদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি । তরুণ প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নীতি-নৈতিকতা, সততা, মানবিক মূল্যবোধ সৃজনে বঙ্গবন্ধুকে অনুসরণ করার তাগিদ দেন নাহিদ ইজহার খান । পরে দিবসটি উপলক্ষে শিশুদের মাঝে খেলাধুলার বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।










