বেশ কিছু দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
বেশ কিছু দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে ভূক্তভোগিরা।
ইট, সিমেন্ট, রড, পাথরসহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে রংপুর জেলা ঠিকাদার সমিতি। দুপুরে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন সর্বস্তরের প্রায় ৫শ’ ঠিকাদার অংশ নেন।
পাবনার সুজানগরে পৌরসভার কর্মচারী আলামিন হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। দোষীদের ফাঁসির দাবিতে ডাকা কর্মসূচিতে অংশ নেন পৌরসভার কর্মচারী, নিহতের স্বজন ও এলাকাবাসী।
নোয়াখালীর সোনাইমুড়ির চাষিরহাটে গুজব রটিয়ে দুই ব্যক্তিকে হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের স্বজনরা। দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কঁচি মিলনায়তনে সংবাদ সম্মেলন হয়। ২০১৬ সালের ১৪ মার্চ নির্মাণাধীন মসজিদকে গীর্জা বলে গুজব ছড়ানো হয়।










