চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
দায়িত্ব গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তণ ছাত্র-ছাত্রী আইনজীবী পরিষদের নব-নির্বাচিত কমিটি। সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ২০২১-২২ সেশনের কার্যকরী পরিষদ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর জামান আরিফ নব নির্বাচিত সাধারণ সম্পাদক আ.ন.ম. কামরুল হাসনাত চৌধুরীকে পরিষদের ফাইল বুঝিয়ে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট সাইফুদ্দিন মানিক। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ.এইচ. এম. জিয়াউদ্দিন, উপদেষ্টা কাশেম কামাল, আনোয়ার হোসেন আজাদ, তসলিম উদ্দিনসহ অন্যান্য আইনজীবিরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে নিউ এডিশন নামের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।
দুপুরে উপজেলার বাড়বকুতে একটি বিদ্যালয়ের সামনে পুড়ে যায় চট্টগ্রাম মুখি বাসটি। এ সময় মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। অগ্নিকাণ্ডের সময় দ্রুত চালক, হেলপার ও যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে কুমিল্লা ও সীতাকুণ্ড থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের ইঞ্জিন থেকে আগুনের সুত্রপাত বলে জানানো হয়।
করোনা সংক্রমণ রোধে চট্টগ্রামে বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন একদিন পিছিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে।
আজ ক্যাম্পেইন শুরু হওয়ার কথা থাকলেও টিকাদান কেন্দ্র ও ব্যবস্থাপনা প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় একদিন পেছানো হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। ১৮ বছর থেকে তদুর্ধ বয়সি যাদের দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পার হয়েছে তারাই বুস্টার ডোজ নিতে পারবেন। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম, অফিসার্স ক্লাব ও উম্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই দেয়া হবে বুস্টার ডোজ। বুস্টার ডোজ নিতে কোন এসএমএস-এর প্রয়োজন না হলেও টিকা কার্ড আনতে হবে সংগে। দৈনিক ১০ হাজার মানুষকে বুস্টার ডোজ দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের বারকোড ফুড জংশন হলে অনুষ্ঠিত হলো গ্ল্যামার গ্ল্যাম গ্রুপের গেট টুগেদার অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। এছাড়া গ্ল্যামার গ্ল্যাম-এর এডমিন নওরীন চৌধুরী ফ্লোরা, উদ্যোক্তা শারিকা তাবাসসুম ও ফারিয়া তাবাসসুম রুমিসহ অন্যান্য নারী উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, নারীদের এখন ঘরে বসে থাকার সময় নেই। নিজেদের এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসতে হবে। পরে গ্ল্যামার গ্ল্যাম গ্রুপের সৌজন্যে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
চট্টগ্রামে পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে-ভিউতে অনুষ্ঠিত হয়েছে রমজান ফেয়ার-২০২২।
এম,এন্ড,এম, বিজনেস সল্যুশান এর উদ্যাগে প্রেম কালেকশনের শোরুমে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন মডেল ও অভিনেত্রী অপু বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন প্রেম কালেকশন চট্রগ্রামের কর্ণধার প্রেম ভম্বানি, চট্টগ্রামের চেয়ারম্যান আমান উল্লাহ ছগির ছুট্টু। তারা জানান, ভারতের বিভিন্ন ডিজাইনের নিত্য নতুন কালেকশন আছে এ শোরুমে। বিবাহের শাড়ি, লেহেঙ্গা, থ্রিপিস, পাঞ্জাবী, শেরোয়ানী, জুতাসহ বাহারী ডিজাইনের এতো পোশাক রয়েছে এই শোরুমে, চট্টগ্রামের মানুষকে আর ভারত কিংবা ঢাকায় গিয়ে শপিং করতে হবেনা। আসন্ন ঈদ মৌসুমে ক্রেতাদের জন্য বিশেষ ছাড়সহ বিভিন্ন অফারও থাকছে বলে জানানো হয়।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে সরকার ।
অভিযানের পাশাপাশি সামাজিকভাবেও মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। দুপুরে চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় মোটেল সৈকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমাজিক আন্দোলন গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালার উদ্বোধনে এসব কথা বলেন ভূমিমন্ত্রী। মন্ত্রী বলেন, দেশ থেকে মাদক নির্মূলে প্রতিটি মহল্লায় মাদকের ক্ষতিকর বিষয়ে কর্মশালা করতে হবে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দীন।
চট্টগ্রামের হাটহাজারীর বুড়িশ্চরের স্বর্ণের দোকান থেকে প্রায় ১ কোটি টাকার স্বর্ণ চুরির ৪ দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি চুরি যাওয়া স্বর্ণ ও স্বর্ণালঙ্কার।
এতে উদ্বেগ আর উৎকন্ঠায় দিন কাটছে দোকান মালিকদের। হাটহাজারী থানাধীন বুড়িশ্চর এলাকার নিউ হারুণ জুয়েলার্সের মালিক তৌহিদুল আলম ও ওয়াহিদুল আলম জানান, ১১ মার্চ রাতে তাদের দোকান থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণ ও স্বর্ণাল্কার চুরি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ কর্মকর্তারা।এ ঘটনায় হাটাহাজারী থানায় লিখিত অভিযোগ করার পরও চুরি যাওয়া স্বর্ণ উদ্ধার হয়নি এখনো। এতে উদ্বেগ আর উৎকন্ঠার পাশাপাশি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান তারা।










