বিট পুলিশিং কার্যক্রমের কারণে সারাদেশে অন্তত ২৫ হাজার মামলা কমে গিয়েছে : আইজিপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বিট পুলিশিং কার্যক্রমের কারণে সারাদেশে অন্তত ২৫ হাজার মামলা কমে গিয়েছে বলে জানিয়েছেন আইজিপি বেনজীর আহমেদ।
মঙ্গলবার দুপুরে রাজারবাগে পুলিশ নির্মিত গ্রাফিক নভেল দুর্জয়ের ডায়েরি ও অ্যানিমেটেড ফিল্ম সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, গ্রামের নিরাপত্তা নিশ্চিতে গত এক বছর ধরে সারাদেশে বিট পুলিশিং ব্যবস্থা কার্যকর হয়েছে। জনতা আর পুলিশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়। এই ছবি থেকে দেশের মানুষ জানতে পারবে বিট পুলিশিং কার্যক্রম সম্পর্কে। পরে বিভিন্ন এজেন্ডা ভিত্তিক আরো সিরিজ প্রকাশ করা হবে বলে জানানো হয়।










