বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছিলো : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:১৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছিলো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ক্ষমতায় আসার সুযোগ নেই জেনেই নির্বাচনে আগ্রহ নেই বিএনপির।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, অসাধু মুনাফালোভী মজুদদারদের বিরুদ্ধে অভিযান চলছে। অল্প সময়ের মধ্যেই নিত্যপণ্যের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। বিএনপিকে বিভ্রান্তিকর মন্তব্য ও অপপ্রচার থেকে বিরত থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। এদিকে, দুপুরে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন, দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সরকার পতন করতে চায় বিএনপি।










