নারী ওয়ানডে বিশ্বকাপে টানা চতুর্থ জয় পেয়েছে অস্ট্রেলিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৬৬০ বার পড়া হয়েছে
নারী ওয়ানডে বিশ্বকাপে টানা চতুর্থ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ নারী দলকে ৭ উইকেটে হারিয়েছে অজি মেয়েরা।
ওয়েলিংটনে টস জিতে ব্যাট করতে নেমে ৪ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে এক পাশ আগলে রেখে দলকে ম্যচে ফেরায় অধিনায়ক স্টেফনি টেইলর। তৃতীয় উইকেটে ডট্টিনের সাথে ৩০ এবং চতুর্থ উইকেটে ক্যাম্পাবেলের সাথে করেন ৩৬ রানের জ়ুটি। এরপর মিডল ওর্ডার ব্যাটারদের আসা যওয়ার মিছিলে ১৩১ রানেই থেমে যায় ক্যারিবিও নারীদের ইনিংস। টেইলরের ব্যাট থেকে আসে ৫০ রান। অস্ট্রেলিয়ার হয়ে এলিসি পেরি এবং এশলেক গার্ডনার নেন ৩টি করে উইকেট । জবাবে ব্যাট করতে নেমে সহজ জয় পায় অস্ট্রেলিয়া। ৩ উইকেট হারিয়ে ১১৮ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

















